নভেম্বরেই আসছে হুয়াওয়ের ফোল্ডএবল স্মার্টফোন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 304 ভিউজ

ভাঁজ খোলা অবস্থায় ডিভাইসটির পর্দার মাপ হয় আট ইঞ্চি। আর ভাঁজ করা অবস্থাইয় সামনে থাকে ৬.৬ ইঞ্চি পর্দা এবং পেছনে ৬.৩৮ ইঞ্চি পর্দা। স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড ডিভাইসটি ভাঁজ হয় ভেতরের দিকে। আর মেইট এক্স ভাঁজ করা হয় বাইরের দিকে। এতে ডিভাইসটি স্মার্টফোন হিসেবে গ্যালাক্সি ফোল্ডের চেয়ে আরও বেশি ব্যবহারযোগ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আট গিগাবাইট ও ৫১২ গিগাবাইট স্টোরেজের ফোল্ডএবল ডিভাইসটির বাজার মূল্য রাখা হয়েছে ২৪০০ মার্কিন ডলার। আপাতত শুধু চীনের বাজারে আনা হবে ডিভাইসটি। অন্যান্য দেশের বাজারে এটি আনা হবে কিনা তা এখনও বিবেচনা করছে হুয়াওয়ে। আন্তর্জাতিক উন্মোচনের বিষয়ে হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়, “বিভিন্ন দেশে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ৫জি চালুর ওপরই আমাদের কৌশল নির্ভর করছে। আপাতত ১৫ নভেম্বর চীনের বাজারে আসবে ডিভাইসটি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন