দুই কোটি বার ডাউনলোড হলো ‘মারিও কার্ট ট্যুর’

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 400 ভিউজ

রিলিজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই কোটি বার ডাউনলোড করা হয়েছে মারিও কার্ট ট্যুর। এতে রেসিং মোবাইল গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান নিন্টেন্ডোর আয় হয়েছে ১০ লাখ ডলার। এটি মারিও কার্টের সিরিজের নবম গেইম। গত বুধবার গেইমটি অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে রিলিজ পায়। গেইমটির জন্য দেড় বছরেরও বেশি সময় ধরে অপেক্ষায় ছিলেন মারিও কার্টের ভক্তরা। কারণ গেইমটির ব্যাপারে প্রথমবার ঘোষণা দেওয়া হয়েছিল ২০১৮ সালের জানুয়ারিতে।

এর আগে নিন্টেন্ডোর সবচেয়ে বেশি ডাউনলোড করা গেইম ছিলো সুপার মারিও রান। ২৪ ঘণ্টায় গেইমটি আইওএস প্ল্যাটফর্মে ৭০ লাখ বার ডাউনলোড হয়েছিলো। গেইমটি ফ্রিতেই ডাউনলোড করা যাচ্ছে। তবে গেইমটির পেইড সংস্করণও ছাড়া হয়েছে। এই সংস্করণে থাকা বিশেষ মোড ও রিওয়ার্ড পেতে প্রতিমাসে ৪ দশমিক ৯৯ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হবে। চাইলে ইন-অ্যাপ শপ থেকে প্লেয়াররা ইন-গেইম কারেন্সি রুবিসও কিনতে পারবেন। গেইমটি এখন ৫৮টি দেশে ডাউনলোড করা যাচ্ছে। ডাউলোড ও রেটিংয়ের ক্ষেত্রে গেইমটি এগিয়ে থাকলেও গেইম রিভিউয়ারদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন