গ্যালাক্সি এম জিরো১ কোর যে পাঁচটি কারণে কিনবেন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 447 ভিউজ

স্মার্টফোন বিশ্বের শীর্ষস্থানীয় নাম স্যামসাং নিয়ে এলো এর সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন গ্যালাক্সি এম জিরো১ কোর। যারা বার ফোন থেকে স্মার্টফোনে সুইচ করতে চাচ্ছেন তাদের জন্যে গ্যালাক্সি এম জিরো১ কোর পাওয়া যাচ্ছে ১/১৬ জিবি ও ২/৩২ জিবি – এ দুটি ভ্যারিয়েন্টে এবং বাজারমূল্য যথাক্রমে ৭,৯৯৯ টাকা ও ৮,৯৯৯ টাকা। তবে, ক্রেতাদের কথা মাথায় রেখে সবার জন্য ১,০০০ টাকা ক্যাশব্যাকের পাশাপাশি বার ফোন এক্সচেঞ্জে মিলবে আরো ১,০০০ টাকা ছাড়। চলুন দেখে নেয়া যাক যে ৫টি কারণে আপনিও কিনতে পারেন গ্যালাক্সি সিরিজের সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন।

সাশ্রয়ী দাম

ইন্টারনেটের খরচ কমে আসায় যোগাযোগের মাধ্যম হিসেবে স্মার্টফোনের ব্যবহার অনেকটাই বেড়েছে। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই স্মার্টফোনের চড়া দামে অনেকেই হিমশিম খেয়ে থাকেন। আবার কোন কোম্পানির স্মার্টফোন কিনবেন তা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। স্মার্টফোন জগতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সবার আগেই আসে স্যামসাং -এর নাম। আর সে কারণেই সবার হাতে স্মার্টফোন তুলে দিতে স্যামসাং নিয়ে এসেছে গ্যালাক্সি এম জিরো১ কোর। মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে গ্যালাক্সি এম জিরো১ কোরের ১/১৬ জিবি’র ভ্যারিয়েন্ট, আর মাত্র ৭,৯৯৯ টাকায় ২/৩২ জিবির ভ্যারিয়েন্ট। এর সাথে গ্যারান্টেড ক্যাশব্যাক সর্বোচ্চ ১,০০০ টাকা দাম কমে সর্বনিম্ন ৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে গ্যালাক্সি এম জিরো১ কোর।

চমৎকার ক্যামেরা
ডিভাইসটিতে আছে দু’টি ক্যামেরা। পেছনের ৮ মেগাপিক্সেলের ক্যামেরার অ্যাপারচার এফ/২.২ হওয়ায় অল্প আলোতেও ব্রাইট ও ক্রিস্টাল-ক্লিয়ার ছবি তোলা যাবে। তাছাড়া, রিয়ার ক্যামেরায় ফ্ল্যাশের ব্যবহারে লো-লাইটে ১০৮০ পিক্সেলে অনায়াসে ভিডিও করার সুবিধাও থাকছে। ৫ মেগাপিক্সেলের অ্যাপারচার এফ/২.৪ -এর ফ্রন্ট ক্যামেরায় চমৎকার সেলফি তোলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে অনলাইনে ক্লাস করা যাবে।

আপডেটেড গুগল অ্যাপ্লিকেশন ও অ্যান্ড্রয়েড ১০ গো
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে স্যামসাং ইউআই ২.১ এর পাশাপাশি থাকছে অ্যান্ড্রয়েড ১০ গুগল গো। গুগল গো খুবই লাইটওয়েট হওয়ায় খুব সহজে ও দ্রুততার সাথে ফাইল ম্যানেজমেন্ট ও ফাইল শেয়ার করা যাবে। এছাড়াও, আছে অ্যাসিস্ট্যান্ট গো, জিমেইল গো, ম্যাপস গো এবং ইউটিউব গো। প্রতিটি খুব অল্প আকারের হওয়ায় ভাবতে হবে না স্পেস নিয়েও। এসব ফিচারের সাথে আছে স্মার্ট ম্যানেজার, অ্যাডাপ্টিভ টাইম আউট, ডার্ক মোড, স্মার্ট কপি পেস্টের মতো বেশ কিছু কার্যকর ফিচার।

সারাদিনের স্মার্টফোন ব্যবহারের জন্যে ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি
স্মার্টফোন ব্যবহারে অনেকেই ব্যাটারি নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। কিন্তু গ্যালাক্সি এম জিরো১ কোরে ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় ব্যাটারির ব্যাকআপ নিয়ে আর দুশ্চিন্তায় পড়তে হবে না। ইউআই এর চমৎকার অপটিমাইজেশনে ব্যাটারি ফুরিয়ে যাওয়া নিয়েও আর ভাবতে হবে না।

চমৎকার ডিসপ্লের সাথে অনন্য পারফরমেন্স
স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর স্মার্টফোনটি’তে আছে ১৮.৫: ৯ রেশিওর ৫.৩ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে। কোয়াড কোর মিডিয়াটেক ৬৭৩৯ প্রসেসর ও পাওয়ারভিআর জিই৮১০০ জিপিইউ’র সাথে ফোনটি সর্বোচ্চ ১.৫ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। ফোনটিতে ডুয়াল ফোরজি সিমের পাশাপাশি তৃতীয় স্লটে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

ম্যাট ফিনিশের গ্যালাক্সি এম০১ কোরে ব্যবহারকারীদের চমৎকার স্মার্টফোন অভিজ্ঞতা দিতে আছে কার্ভড ব্যাক সাইড ও কমফোর্টেবল স্লিম গ্রিপ। মাত্র ১৫০ গ্রাম ওজনের এ ফোনে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও আছে।
স্মার্টফোন বাজারে একের পর এক বিস্ময় নিয়ে আসতে স্যামসাং -এর জুড়ি নেই। এবার তার ব্যত্যয় ঘটেনি। নতুন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্যে স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর এমন একটি ডিভাইস যা স্বল্পমূল্যে তাদের সব রকমের সুবিধা দিবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন