কম দামি আইফোন বাজারে এলো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 329 ভিউজ

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বৈশ্বিক বাজারে কম দামি আইফোন ছাড়ার কথা আগেই জানিয়েছিল। করোনা পরিস্থিতির মধ্যেই বাজারে ছাড়া হলো ডিভাইসটি। কালো, সাদা ও লাল; এই তিন রঙে পাওয়া যাবে আইফোন ৮-এর আদলে বানানো ‘আইফোন এসই (২০২০)’।

গিগাবাইট স্টোরেজ অনুযায়ী তিন ধরনের মূল্য নির্ধারণ করা হয়েছে ডিভাইসটির। অ্যাপল জানিয়েছে, ৬৪ গিগাবাইট স্টোরেজ ৩৯৯ ডলার, ১২৮ গিগাবাইট স্টোরেজ ৪৪৯ ডলার এবং ২৫৬ গিগাবাইটের ক্ষেত্রে ৫৪৯ ডলার গুনতে হবে।

আইফোন এসই (২০২০) ডিভাইসটিতে রয়েছে ৪.৭ ইঞ্চি স্ক্রিন। তাতে হোম বাটন রাখা হয়েছে, এর মাধ্যমে টাচ আইডি কাজ করবে। ডিভাইসটির পেছনে ১২ ও সামনে ৭ মেগাপিক্সেল ক্যামেরা (ফেস ডিটেকশন, এইচডিআর, প্যানোরমা) রয়েছে। এর সামনে-পেছনে গ্লাস ও পাশে অ্যালুমুনিয়াম ফ্রেম দেয়া হয়েছে। অনলাইনে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে ১৭ এপ্রিল থেকে। এছাড়া ডেলিভারি করা হবে ২৪ এপ্রিল থেকে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন