কন্ট্রোলার দিয়ে ইউএসবি ছাড়াই অ্যানড্রয়েড ফোনে গেম খেলা যাবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 324 ভিউজ

অ্যানড্রয়েড ফোনে ওয়াইফাই নেটওয়ার্কে স্টেডিয়া গেম খেলার সুযোগ তৈরি করেছে গুগল। স্টেডিয়া কন্ট্রোলার সংযুক্তির জন্য প্রকাশ করেছে নতুন আপডেট।

গুগল জানিয়েছে, তারবিহীন গেম খেলতে ফোন ও স্টেডিয়া কন্ট্রোলার একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সেট করতে হবে। এরপর স্ক্রিনে আসা নিয়মাবলি অনুসরণ করলে গেম খেলার জন্য আর ইউএসবি কেবল ব্যবহারের প্রয়োজন পড়বে না।

এদিকে জুলাই মাসের প্রথম দিনেই প্রো সাবসক্রাইবারদের জন্য ৫টি গেম অবমুক্ত করেছে স্টেডিয়া। গত মাসের ঘোষণা অনুযায়ী প্যাসিফিক সময় মধ্যরাতে সম্প্রচার করা হয় ক্রেটা, মনস্টার বয় অ্যান্ড ক্রুসেড কিংডম, স্টিমওয়ার্ল্ড ডিগ এবং ওয়েস্ট অফ লৌদিং।

গত বছরের নভেম্বরে ক্লাউড গেমিং সেবা স্টেডিয়া ও স্টেডিয়া কন্ট্রোলার উন্মুক্ত করে গুগল। স্টেডিয়া কন্ট্রোলারে আছে ওয়াই-ফাই সুইস, যার মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে গেম খেলা যায়।

এতে আরো আছে, এক্সওয়াইএবি অ্যাকশন বাটন, ডুয়াল জয়স্টিকস, ডি প্যাড, শোল্ডার বাটন ও গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। চাইলে ক্যাপচার বাটনের সাহায্যে গেম খেলার দৃশ্য ইউটিউবে লাইভ স্ট্রিমও করা যায়।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন