ওয়ালটন হুন্দাইয়ের এসি তৈরি করছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 277 ভিউজ

দীর্ঘ দিন থেকে বিদেশে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য রফতানি করছে ওয়ালটন। এবার এ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি হুন্দাই ইলেকট্রনিক্স। রোববার গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটনের ডিজি-হাইটেক কারখানায় এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয় হুন্দাই ও ওয়ালটনের মধ্যে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

চুক্তি অনুযায়ী হুন্দাইকে প্রাথমিকভাবে এক লাখ ফ্রিজ ও ২০ হাজার এসি সরবরাহ করবে ওয়ালটন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

রোববার ওই অনুষ্ঠানে তিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক তাহমিনা আফরোজ তান্নাসহ আরও অনেকেই।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন