প্রত্যেকের জীবনেই নিজের ক্যারিয়ার নিয়ে একটি স্বপ্ন থাকে। সবাই চায় এই স্বপ্নপূরণের দৌড়ে অন্যের চেয়ে এগিয়ে থাকতে। তাই ভালো শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নিজের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী পাঠ্যবিষয়টি বেছে নেয়ার ব্যাপারেও থাকেন সচেষ্ট। ভালো ফলাফল নিয়ে এসএসসি ও এইচএসসি পাস করার পর যদি ভবিষ্যতের পড়ালেখার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয়া যায় তাহলে নিজের ক্যারিয়ার হয়ে উঠবে উজ্জ্বল।
ক্যারিয়ারকে উজ্জ্বল করার মতো একটি বিষয় হলো এভিয়েশন। এভিয়েশনে একটি স্মার্ট লাইফস্টাইলের পাশাপাশি আছে ভালো আয়ের সুযোগও। তাই পাখির মতো আকাশে উড়ে যারা নিজের ক্যারিয়ারকে দৃঢ় ও সমৃদ্ধ করতে চান তাদের অনেকেই এখন বেছে নেন এ সেক্টরের বিভিন্ন কোর্স। এগুলোর মধ্যে আছে বিএসসি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্স। বাংলাদেশ সরকার অনুমোদিত কলেজ অভ এভিয়েশন টেকনোলজিতে রয়েছে কোর্সগুলো করার সুযোগ।
বিএসসি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং : বিএসসি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আবেদন করতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। আগ্রহী প্রার্থীর এইচএসসিতে পদার্থ বিজ্ঞান অথবা উচ্চতর গণিতের মধ্যে যেকোনো একটি বিষয়ে ন্যূনতম থাকবে হবে জিপিএ ৩.০০।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২০১৮/২০১৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি অথবা ‘এ’ লেভেল এবং ২০১৬/২০১৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি অথবা ‘ও’ লেভেল পাস করা শিক্ষার্থীরা বিএসসি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে ভর্তি হতে পারবেন। উপরোক্ত শিক্ষাবর্ষ ছাড়া অন্য কোনো শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা বিএসসি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আবেদন করতে পারবেন না। তাছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কমার্স পাস করা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট : এইচএসসিতে বিজনেস স্টাডিস অথবা বাণিজ্য অথবা ব্যবসা প্রশাসন বিভাগ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে পারবেন। তবে এইচএসসিতে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। আগ্রহী প্রার্থীর এইচএসসিতে অ্যাকাউন্টিং অথবা বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট অথবা অর্থনীতি অথবা ফিন্যান্স, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স অথবা প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং অথবা স্ট্যাটিস্টিক্সের মধ্যে যেকোনো একটি বিষয়ে ন্যূনতম থাকতে হবে জিপিএ ৩.০০।
এইচএসসিতে আর্টস অথবা মানবিক অথবা কলা বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে এইচএসসিতে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীর এইচএসসিতে অর্থনীতি অথবা বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট অথবা ফিন্যান্স, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স অথবা প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং অথবা পরিসংখ্যানের মধ্যে যেকোনো একটি বিষয়ে থাকতে হবে ন্যূনতম জিপিএ ৩.০০। এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে এইচএসসিতে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে৷ আগ্রহী প্রার্থীর এইচএসসিতে উচ্চতর গণিতে থাকতে হবে ন্যূনতম জিপিএ ৩.০০।
২০১৮/২০১৯ সালে বিজনেস স্টাডিজ/ বাণিজ্য/ ব্যবসা প্রশাসন/ কলা/ মানবিক/ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি অথবা ‘এ’ লেভেল এবং ২০১৬/ ২০১৭ সালে বিজনেস স্টাডিজ/ বাণিজ্য/ ব্যবসা প্রশাসন/ কলা/ মানবিক/ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি অথবা ‘ও’ লেভেল পাস করা শিক্ষার্থীরা বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে ভর্তি হতে পারবেন। উপরোক্ত শিক্ষাবর্ষ ছাড়া অন্য কোনো শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে পারবেন না৷
সুবিধাসমূহ : কলেজ অভ এভিয়েশন টেকনোলজিতে রয়েছে লাইভ বিমানে প্রাকটিক্যাল প্রশিক্ষণের সুযোগ। তাছাড়া রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে ইন্টার্নশিপের সুযোগ, দক্ষ শিক্ষক, ইঞ্জিন ল্যাব, ককপিট ল্যাব ইত্যাদি। এছাড়াও ক্রেডিট ট্রান্সফার করা যাবে কিংস্টন ইউনিভার্সিটি লন্ডন, কভেন্ট্রি ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি অথবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কোর্সগুলোর প্রতিটির মেয়াদ আট সেমিস্টারে মোট চার বছর।
বিএসসি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটি সম্পন্ন করার পর আপনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ডিজাইন এন্ড প্ল্যানিং, স্যাটেলাইট, স্পেস ইঞ্জিনিয়ারিং, রোকেট্রি, রাডার সিস্টেমস, রিমোট কন্ট্রোল সেন্সিং সিস্টেমস, হিউম্যান মেকানিক্স, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমস, এয়ারক্রাফট মেনটেইনেন্স ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট ডিজাইন, গ্যাস টারবাইন ইঞ্জিন ডিজাইন এন্ড মেনটেইনেন্স, রেডিও ইলেকট্রিক্যাল সিস্টেমস, এয়ারক্রাফট ইন্টেরিওর, জেট ইঞ্জিন ডিজাইন, জেট ইঞ্জিন মেনটেইনেন্স, থার্মাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স ইঞ্জিনিয়ারিং, স্পেসক্রাফট কনস্ট্রাকশন এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, মেকাট্রনিক্স, রেডিও টেকনোলজি, স্যাটেলাইট এন্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং এর বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন।
বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট সম্পন্ন করার পর আপনি বিমানবন্দর এডমিনিস্ট্রেশন, বিমানবন্দর অপারেশন, এয়ার হোস্টেস, কেবিন ক্রু, এয়ারলাইন্স মার্কেটিং, এয়ারলাইন্স অ্যাকাউন্টিং, এয়ারলাইন্স ফিন্যান্স, বিমানবন্দর অপারেশন, এয়ারক্রাফট অপারেশন, এয়ারলাইন্স অপারেশন, বিমানবন্দরে যাত্রী সেবা, বিমানবন্দরে এয়ারক্রাফট পরিচালনা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এয়ারলাইন্স ব্যবস্থাপনা, বিমানবন্দরে করারোপ, বিমানবন্দরে কাস্টমস, ই-টিকেটিং, জিডিএস প্রোগ্রামে বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন। এগুলো ইতোমধ্যেই বিশ্বব্যাপী স্বীকৃত এবং জনপ্রিয় পেশা। তাছাড়া যে সকল এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট অপারেট করে সেগুলোতেও রয়েছে কাজ করার সুযোগ।
আরো জানতে আগ্রহীরা ০১৯২৬৯৬৩৬৫৩ অথবা (০২)৮৯৯১৩৭১ নম্বরে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন কলেজ অভ এভিয়েশন টেকনোলজি, সেক্টর-১১, রোড-২, প্লট-১৪, উত্তরা, ঢাকা।