ইয়াং ডিজিটাল মার্কেটার পুরস্কার পেলেন জাবেদ সুলতান

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 503 ভিউজ

এবার সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-এ ‘ইয়াং ডিজিটাল মার্কেটার অব দ্যা ইয়ার’ পুরস্কার পেয়েছেন প্রথম আলো ডিজিটালের হেড অব বিজনেস ও গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজ) বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস।

ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা, গবেষণা, নেতৃত্ব ইত্যাদি ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উদ্ভাবনী ও সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে চতুর্থ বারের মতো এই সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার সাউথ এশিয়ান বিজনেস ফেডারেশন ও ইন্টিগ্রেটেড ইন্টারন্যাশনাল আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা।

ডিজিটাল অ্যাড টেকনোলজি ও মিডিয়া ব্যবসায় বহুমাত্রিক উদ্ভাবনী উদ্যোগ , নেতৃত্ব ও ব্যবসা সম্প্রসারণে অবদানের জন্য জাবেদ সুলতানকে এই সম্মাননা দেয়া হয়।

কলম্বোর হিলটন হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন ৯৬ ক্রিকেট বিশ্বকাপের মহানায়ক এবং বর্তমানে শ্রীলঙ্কার পরিবহন ও বিমান মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা। সঙ্গে ছিলেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ, অস্ট্রেলিয়ার কার্টেইন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান ড. শেঠি দত্ত।

দক্ষিণ এশিয়ার দেশসমূহ (ভারত, শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল এবং মালদ্বীপ) থেকে এ বছর ৭০ টি ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পুরস্কার পেয়েছে।

এ বছর বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজির জন্য ব্র্যাক ব্যাংক এবং সেরা ইসলামিক ব্যাংক হিসেবে ইসলামিক ব্যাংক বাংলাদেশ, বাংলাদেশ গ্লোবাল এগ্রো নেটওয়ার্ক, অ্যালটেক অ্যালুমিনিয়ামসহ মোট ৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তি এই পুরস্কার পান।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন