ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে টিকটকের মতো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 535 ভিউজ

গানের কথার সঙ্গে আকারে ছোট ভিডিও তৈরির সুযোগ থাকায় বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ‘টিকটক’। অ্যাপটির জনপ্রিয়তায় ভাগ বসাতে ‘শর্ট ভিডিও’ চালু করছে ইউটিউব। ফিচারটির সাহায্যে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন গান যুক্ত করা যাবে।

চাইলে গিটার, ড্রামস বা বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দও যুক্ত করা যাবে। ফলে একই গানের একাধিক অংশের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করার সুযোগ মিলবে।

বর্তমানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরখ করছে ইউটিউব। সব ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই ইউটিউব অ্যাপে ফিচারটি চালু হতে পারে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন