ইউটিউবে কপিরাইট ভঙ্গের অভিযোগ করবেন যেভাবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 293 ভিউজ

একজনের তৈরি ভিডিও গোপনে কপি করে ইউটিউবে প্রচার করেন অনেকে। তবে নির্মাতার অনুমতি ছাড়া ভিডিও প্রচার সমর্থন করে না ইউটিউব। এ জন্য শক্তিশালী কপিরাইট নীতিমালার পাশাপাশি নির্মাতাদের অভিযোগ দেওয়ার সুযোগ রয়েছে সাইটটিতে। অভিযোগের জন্য নির্দিষ্ট ভিডিও চালু করে ভিডিওর নিচে থাকা তিনটি ডটমেন্যুতে ক্লিক করতে হবে। এবার Report-এ ক্লিক করলেই Sign in to Report inapproprite content অপশন দেখা যাবে। এবার গুগল অ্যাকাউন্টের সাহায্যে সাইন আপ করে infringes my rights নির্বাচন করে Next ক্লিক করতে হবে। এবার আপনার কপিরাইট দাবি সঠিক কি না, তা পুনরায় বিবেচনা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এবার copyright infringement Notification অপশনে ক্লিক করে copyright infringement নির্বাচন করে আপনার তৈরি ভিডিওর পাশাপাশি অভিযুক্ত ভিডিওর লিংক দিতে হবে। এবার প্রদর্শিত ফর্মে বিভিন্ন তথ্য দিয়ে পূরণ করতে হবে।

অভিযোগ পাওয়ার পর আপনার ই-মেইল ঠিকানায় প্রাপ্তি স্বীকার করে বার্তা পাঠাবে ইউটিউব কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন