ফেসবুকেও ইউটিউবের মতো গান শোনা যাবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 458 ভিউজ

ব্যবহারকারীদের কাছে ফেসবুককে আরো উপভোগ্য করতে চালু হল নতুন মিউজিক ভিডিও সেকশন। ফেসবুকের ওয়াচ প্ল্যাটফর্মের জন্য এই নতুন অফিসিয়াল সেকশনের কথা শনিবারই ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

এই বিভাগটি শুধুমাত্র মিউজিক ভিডিও বা ভিডিয়ো স্ট্রিমিংয়ের জন্যই চালু করা হল। এতদিন পর্যন্ত এই বিভাগটিতে একচেটিয়া আধিপত্য ছিল ইউটিউবের। এবার ইউটিউবের সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতায় নামছে ফেসবুক। ইতিমধ্যে একাধিক মিউজিক সংস্থার সঙ্গে সত্ত্ব সংক্রান্ত চুক্তি সেরে ফেলেছে ফেসবুক।

ফেসবুকের নতুন এই ফিচারের সুবিধা পৃথিবীর বেশ কিছু দেশে চালু হয়েছে। কয়েক লাখ গান রয়েছে এই তালিকায়।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন