ইউটিউবার আইফোন ১২’র তথ্য ফাঁস করলেন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 494 ভিউজ

আইফোন ১২ নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। ২০২০ সালের সেরা ফিচার সম্বলিত ফোন হতে যাচ্ছে এমনটাই জানিয়েছিল আইফোন। তবে ইতোমধ্যে ইউটিউবার ফিলিপ করোই ও এক্সডিএ ডেভেলপের ম্যাক্স ওয়েনব্যাচ আইফোনের নতুন মডেলের তথ্য ফাঁস করেন।

ইউটিউবার করোই এর বক্তব্য অনুযায়ী, ৬.৭ ইঞ্চির স্ক্রিন থাকবে নতুন আইফোনে (১২ প্রো ম্যাক্স)এ। হবে চলতি বছরের সেরা চমক। এর ডিসপ্লেটা হবে চমৎকার এবং ক্যামেরাটাও হবে দারুণ। আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স এর যেমন কাছাকাছি পার্থক্য ছিল আইফোন ১২ প্রো এবং ১২ প্রো ম্যাক্স এর মধ্যবর্তী পার্থক্য আরো বেশি হবে বলে জানান করোই। তবে ১২ প্রো’র সঙ্গে আইফোন ১২ প্রো ম্যাক্স এর কী কী পার্থক্য থাকবে তা জানাননি করোই।

তবে সুখবর হলো এতে থাকবে ১২০ হার্জের প্রো মোশন ডিসপ্লে। ম্যাক্স ওয়েনব্যাচের তথ্য অনুযায়ী আইফোন ১২ প্রো ম্যাক্সের আকৃতি বড় হওয়ায় তা অনেকের কাছেই ব্যবহার করতে বেশ কষ্টদায়ক হতে পারে। তবে এছাড়াও আইফোন ১২ প্রো ম্যাক্স দামের দিক থেকেও কিছুটা অস্বস্তিতে ফেলবে ব্যবহারকারীদের।

ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, আইফোনের নতুন মডেলে থাকছে লিদার ক্যামেরা। তবে ব্যাটারি হবে আগের তুলনায় কিছুটা নিম্নমানের- এমন কথাও শোনা যাচ্ছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন