অফলাইন ট্রিপ কমাতে পাঠাওর উদ্যোগ

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 302 ভিউজ

দেশীয় রাইড শেয়ারিং প্লাটফর্ম পাঠাও ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন ফিচার ‘পাঠাও পয়েন্টস’।

নতুন এ ফিচারের ফলে যাত্রীরা অ্যাপ ব্যবহারে আরও উৎসাহিত হবেন এবং কমে আসবে অফলাইন ট্রিপ। নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে রাইড সেবা এবং দ্রুত ফুড ডেলিভারির পাশাপাশি অ্যাপ ব্যবহারকারীদের আরও উন্নত সেবা প্রদান করতে যাচ্ছে পাঠাও।

গ্রাহকদের সব চাহিদাকে অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করে ‘পাঠাও পয়েন্টস’ প্রোগ্রামটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা পাঠাও অ্যাপ ব্যবহার করে পয়েন্ট অর্জন করবেন এবং উপভোগ করবেন বিভিন্ন সুযোগ-সুবিধা। পাঠাও পয়েন্টসে গ্রাহকদের জন্য রয়েছে চার ধাপবিশিষ্ট সদস্যপদ। সদস্যপদগুলো যথাক্রমে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং প্লাটিনাম। প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা পাঠাও প্লাটফর্মে খরচ হওয়া অর্থের বিপরীতে পয়েন্ট অর্জন করবেন।

২০০ পয়েন্ট অর্জন করার সঙ্গে সঙ্গে তারা ব্রোঞ্জ থেকে সিলভার সদস্যপদে স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড হবেন। পয়েন্ট সংখ্যা ১০০০ হলে তারা পৌঁছে যাবেন গোল্ড সদস্যপদে এবং ৭০০০ পয়েন্ট হলে গ্রাহকরা পাবেন প্লাটিনাম সদস্যপদ।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন