রিয়েলমি পানির দরে দুর্দান্ত ২ ফোন আনছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 314 ভিউজ

৫ মার্চ লঞ্চ হবে রিয়েলমি ৬ ও রিয়েলমি ৬ প্রো। ইতিমধ্যেই রিয়েলমি জানিয়েছে এই দুই ফোনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৯০হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে ও ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনে রয়েছে ৮জিবি র‌্যাম। নতুন ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে। সঙ্গে রয়েছে একটি কোয়ালকম ১.৮ গিগাহার্জ অক্টা-কোর প্রসেওসর। এই ফোনে স্ন্যাপড্রাগন ৭২০ জি চিপসেট থাকতে পারে।

গিকবেঞ্চ ওয়েবসাইটে সিঙ্গেল-কোর পরীক্ষায় ৫৭১ স্কোর করেছে রিয়েলমি ৬ প্রো। অন্যদিকে মাল্টি-কোর টেস্টে এই ফোন পেয়েছে ১৬৭৬। রিয়েলমি ৬ এ থাকবে মিডিয়াটেক হেলিও জি ৯০ টি চিপসেট। এই দুই ফোনেই থাকতে পারে ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। দুটি ফোনেই থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। রিয়েলমি ৬ প্রো তে ৩০ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।

এছাড়াও সম্প্রতি এক রিপোর্টে এই দুই ফোনের দাম সামনে এসেছে। রিয়েলমি ৬ প্রোর দাম শুরু হতে পারে ১৭ হাজার টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকবে 4 জিবি র‌্যাম + 64 জিবি স্টোরেজ। অন্যদিকে রিয়েলমি ৬ এর দাম শুরু হতে পারে ১২ হাজার টাকা থেকে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন