ভিভো আনছে ৮ জিবি র‌্যামের ক্যামেরা ফোন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 278 ভিউজ

ক্যামেরাকে প্রাধান্য দিয়ে নতুন ফোন আনছে ভিভো। মডেল ভিভো ওয়াই ৫০। এই এপ্রিল মাসেই বাজারে পাওয়া যাবে ফোনটি। যদিও ১১ এপ্রিল থেকে কম্বোডিয়ায় এই ফোনের প্রি অর্ডার চালু হচ্ছে। আসুন এই ফোনের দাম আর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

০১. এই ফোনের ভিতরে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৫ মডেলের চিপসেট থাকছে।

০২. এই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

০৩. ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। যদিও সামনে কত মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে তা এখনও জানা যায়নি।

০৪. ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনে।

০৫. ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে।

০৬. ৫০০০ ব্যাটারি থাকছে এই ফোনে। এর সঙ্গে থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন