প্রযুক্তিপণ্য বাজারে সর্বাধিক বিক্রীত ডিভাইস অ্যাপল ঘড়ি

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 344 ভিউজ

বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে সর্বাধিক বিক্রি হওয়া ডিভাইসের তকমা দখলে রেখেছে অ্যাপল ঘড়ি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী ৫৭ লাখ ইউনিট স্মার্ট ঘড়ি সরবরাহ করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এর ফলে বাজারটিতে প্রতিষ্ঠানটির দখল ৪৬ শতাংশে পৌঁছেছে। বৈশ্বিক বাজারে এপ্রিল-জুন প্রান্তিকে স্মার্ট ঘড়ির সরবরাহ ৪৪ শতাংশ বেড়ে ১ কোটি ২০ লাখ ইউনিটে পৌঁছেছে।

২০ লাখ ডিভাইস সরবরাহ করে স্মার্ট ঘড়ি বাজারে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে স্যামসাং। অ্যাপল ঘড়িতে বেশকিছু আকর্ষণীয় ফিচার যুক্ত করেছে অ্যাপল। গত বছর পরিধেয় প্রযুক্তিপণ্যটির কিছু সংস্করণে সেলুলার সংযোগ সুবিধা যোগ করে প্রতিষ্ঠানটি। সেই থেকে অ্যাপল ঘড়ির বিক্রি বাড়ছে। অ্যাপল ঘড়ির চলতি বছরের সংস্করণগুলো আরো উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন