আবার হুয়াওয়ের ভাঁজ করা ফোন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 278 ভিউজ

এসে গেল হুয়াওয়ে মেট এক্সএস। এটা কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোন। গত বছর লঞ্চ হয়েছিল কোম্পানির প্রথম ফোল্ডেবল ফোন হুয়াওয়ে মেট এক্স। শুধুমাত্র চিনে বিক্রি হয়েছে সেই ফোন। নতুন মেট এক্সএস এ নতুন ডিজাইনের ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার করেছে হুয়াওয়ে। নতুন ফোনের ভিতরে থাকছে কিরিন ৯৯০ চিপ। এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ইএমইউআই ১০ স্কিন চলবে।

হুয়াওয়ে মেট এক্সএস এ মেট এক্স এর মতো ডিজাইন ব্যবহার হয়েছে। এই ফোনে থাকছে একটি ফোল্ডেবল ডিসপ্লে। ভাঁজ খুললে একটি ট্যাবলেটের মতো আকার নেবে এই ডিভাইস। ডিসপ্লের সুরক্ষার জন্য অতিরিক্ত স্তর ব্যবহার হয়েছে। এছাড়াও থাকছে একটি সম্পূর্ণ নতুন ডিজাইনের হিঞ্জ। নতুন ফোনের ভিতরে রয়েছে কিরিন ৯৯০ চিপ। এই ফোনে ৫জি কানেক্টিভিটি থাকছে।

হুয়াওয়ে মেট এক্সএস এ অ্যান্ড্রয়েড ১০ থাকলেও গুগল সাপোর্ট পাওয়া যাবে না। ফলে ওপেন সোর্স ভার্সানের অ্যানড্রয়েড ব্যবহার হবে এই ফোনে। একই সঙ্গে সোমবার লঞ্চ হয়েছে কোম্পানির নতুন দুটি ল্যাপটপ অনার ম্যাজিকবুক ১৪ ও ম্যাজিকবুক ১৫।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন