২৬ শতাংশ ট্যাবলেটের গড় বিক্রি বেড়েছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 353 ভিউজ

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ট্যাবলেটের গড় বিক্রি ২৬ শতাংশ বেড়েছে। এরমধ্যে শীর্ষ পাঁচ ব্র্যান্ডের ট্যাবলেট বিক্রি বেড়েছে লক্ষণীয় মাত্রায়। আর শীর্ষে ছিল অ্যাপল। এমন তথ্যই দিয়েছেন বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান ক্যানালিসের বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে ক্যানালিসের বিশ্লেষক ইশান দাত্তা বলেছেন, “করোনাভাইরাস মহামারী বাসায় থাকতে বাধ্য হওয়া পারিবারিক সদস্যদের মধ্যে কমিউনাল স্ক্রিন প্রবেশাধিকারে প্রতিযোগিতা বাড়িয়েছে।”

বাজার বিশ্লেষণ প্রতিবেদনে জানানো হয়েছে, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে বাসা-থেকে-কাজ ও শিশুদের স্কুল থেকে দূর রাখার সময়টিতেই চাহিদা বেড়েছে ট্যাবলেটের। গত বছরের এ সময়টির তুলনায় ট্যাবলেটের গড় বিক্রি গড়ে ২৬ শতাংশ বেড়েছে।

বিক্রিতে শীর্ষে থাকা অ্যাপল এপ্রিল থেকে জুনের মধ্যে এক কোটি ৪০ লাখ আইপ্যাড বিক্রি করেছে। বাজার বিশ্লেষক ইশান বলেছেন, “এ সমস্যা নিরসনে ট্যাবলেট সহায়তা করেছে পরিবারের সব সদস্যকে নিজ ডিভাইস দিয়ে। এ ছাড়াও এগুলো ডেস্কটপ বা নোটবুকের চেয়ে দামে সাশ্রয়ী।” স্যামসাং, অ্যামাজন, হুয়াওয়ে এবং লেনোভো সব প্রতিষ্ঠানেরই ট্যাবলেট বিক্রি বেড়েছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন