১০ নকল ‘চাইনিজ ফোন’ থেকে সাবধান

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 393 ভিউজ

চীনে অ্যাপল ও স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন বেশ জনপ্রিয়। এই সুযোগে দেশটিতে আইফোন ও স্যামসাংয়ের কয়েকটি মডেলের অ্যান্ড্রয়েড ফোনের নকল সংস্করণ বেশ চলছে। চীনা বেঞ্চমার্কিং পোর্টাল মাস্টার লু দেশটিতে শীর্ষ ১০টি ভুয়া স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে।

ওই তালিকায় দেখা গেছে, চীনে ভুয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং ২৮ দশমিক ৭ আর অ্যাপল ১৫ দশমিক ৮৮ শতাংশ দখল করেছে। এর আগে বেশ কয়েকবার ভুয়া আইফোন তৈরির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

চীনের পুলিশের কর্মকর্তারা দাবি করেছেন, বিভিন্ন দেশ থেকে পুরোনো আইফোনের মাদারবোর্ডসহ যন্ত্রাংশ সংগ্রহ করে চীনভিত্তিক প্রতিষ্ঠান। বেশ কিছু নকল যন্ত্রপাতি ও লোগোও তৈরি করে প্রতিষ্ঠানগুলো। কর্মী ভাড়া করে ভুয়া আইফোন তৈরি ও বিশ্বের বিভিন্ন দেশে তা সরবরাহ করে ভুয়া আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

সাধারণত জনপ্রিয় কোনো ব্র্যান্ডের ফোন বাজারে আসার কথা উঠলে সেসব ফোনের ফিচারগুলো দিয়ে নতুন ফোন বাজারে ছেড়ে দেয় এসব প্রতিষ্ঠান। সাশ্রয়ী দামের এসব ফোন অনেকেই আসল মনে করে কিনে ফেলেন।

মাস্টার লু প্রকাশিত শীর্ষ ১০টি ভুয়া ফোনের তালিকা:

স্যামসাং ডব্লিউ ২০১৮
আইফোন ৮
আইফোন এক্সএস ম্যাক্স
আইফোন এক্স
স্যামসাং ডব্লিউ ২০১৯
স্যামসাং গ্যালাক্সি এস ৮ প্লাস
শাওমি মি ম্যাক্স
শাওমি মি ৯
ওয়ান প্লাস ৭ প্রো।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন