এখন থেকে যে ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ চলবে না

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 633 ভিউজ

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর আনল হোয়াটসঅ্যাপ। এমন অনেক ফোন আছে যেগুলোতে হোয়াটসঅ্যাপ আপডেট বন্ধ হয়ে গেছে। তারপরও পুরনো হোয়াটসঅ্যাপ অ্যাপ নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন অনেকে। ওই ফোনগুলোতে যদি হোয়াটসঅ্যাপ আনইনস্টল হয়ে যায় তাহলে আর ইনস্টল করা যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগেই অ্যান্ড্রয়েডের পুরানো সংস্করণগুলোতে আপডেট বন্ধ করেছিল হোয়াটসঅ্যাপ। এবার নতুন করে ইনস্টল, নতুন অ্যাকাউন্ট তৈরি ও অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যাবে না বলে জানানো হলো।

জানা গেছে, অ্যান্ড্রয়েড ২.৩.৭ এবং আরও পুরনো সংস্করণের ফোনগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ-এর সাপোর্ট। আগামী বছর ১ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। তবে শুধু অ্যান্ড্রয়েড ফোনগুলোতেই নয়। নিয়ম চালু হচ্ছে আইওএস এর পুরানো সংস্করণগুলোর ক্ষেত্রেও।

হোয়াটসঅ্যাপের আরও খবরঃ হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে এলো ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি 

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন