হুয়াওয়ে ওয়াই সেভেন পি

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 515 ভিউজ

বাংলাদেশের বাজারে এসেছে হুয়াওয়ের দ্বিতীয় এইচএমএস ফোন ওয়াই সেভেন পি। ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রোর পর নিজস্ব মোবাইল সার্ভিসসহ ওয়াই সেভেন পি নিয়ে এল শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ফোনটিতে থাকছে হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারি সুবিধা। এতে প্রয়োজনীয় অধিকাংশ অ্যাপস পাওয়া যাবে। বলা যায় অ্যাপের তৃতীয় বৃহত্তম মাকের্টপ্লেস হুয়াওয়ের। নিজেদের মোবাইল সার্ভিসে আনা দ্বিতীয় ফোন ‘হুয়াওয়ে ওয়াই৭ পি’। দেশের বাজারে ফোনটির দাম পড়বে ১৮,৯৯৯ টাকা।

আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী হুয়াওয়ে ওয়াই সেভেন পি ডিভাইসের দাম, ফিচার ও স্পেসিফিকেশন —

কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৫৯.৮×৭৬.১×৮.১ এমএম

নেটওয়ার্ক সমর্থন : জিএসএম / সিডিএমএ / এইচএসপিএ / এলটিই

সিম : ডুয়াল ন্যানো

ডিসপ্লে : ৬ দশমিক ৩৯ ইঞ্চি এলসিডি আইপিএস ক্যাপাসিটিভ টাচস্ক্রিন

ডিসপ্লে রেজল্যুশন :৭২০×১৫৬০ পিক্সেল

ওএস : অ্যান্ড্রয়েড ৯

চিপসেট : কিরিন ৭১০এফ

মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি

অভ্যন্তরীণ স্টোরেজ : ৪ গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪

রিয়ার ক্যামেরা : ৪৮,৮,২, মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরা : ৮মেগাপিক্সেল

কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি

ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১০ ওয়াট চার্জিং সমর্থন

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন