স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রেমীদের জন্য গুগল আনল নতুন অ্যাপ ট্যাংগি

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 309 ভিউজ

স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রেমীদের কথা মাথায় রেখে গুগল আনল নতুন অ্যাপ ‘ট্যাংগি’। ভিডিও ও অন্যান্য সৃজনশীল ভিডিওর ক্ষেত্রে অ্যাপটি ব্যবহার করা যাবে। গুগলের এরিয়া ১২০ প্রকল্প থেকে অ্যাপটি তৈরি করা হয়েছে। আপাতত ওয়েব ও আইওএস প্ল্যাটফর্মে ট্যাংগি অ্যাপটি ব্যবহার করা যাবে। জনপ্রিয় টিকটক অ্যাপের সঙ্গে এর মিল থাকলেও ট্যাংগি দর্শককে নতুন কিছু শিখতে সাহায্য করবে।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন অ্যাপের মাধ্যমে আমরা শুধু নিজে সৃষ্ট (ডিআইওয়াই) ও সৃজনশীল কনটেন্টে নজর দিচ্ছে তারা। এক মিনিটের ভিডিও দেখে নৈপুণ্য, রান্না রান্না ও নতুন জিনিস তৈরি শেখানোই এ প্ল্যাটফর্মের উদ্দেশ্য। ইতিমধ্যেই সব ধরনের ভিডিওর জন্য বিভিন্ন ভিডিও নির্মাতার সঙ্গে কাজ করা শুরু করেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নির্মাতাদের সঙ্গে দর্শকের যোগাযোগ স্থাপনের জন্য ট্যাংগিতে একটি বিশেষ বিভাগ থাকছে। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে টিকটকের সফলতার পর অনেক প্রতিষ্ঠান এখন এ ধরনের সেবা তৈরিতে ঝুঁকছে। সম্প্রতি ইনস্টাগ্রাম উন্মুক্ত করেছে ‘রিলস’। এতে ১৫ সেকেন্ডের ভিডিও ক্লিপ তৈরি করে স্টোরিতে পোস্ট করতে পারেন। গত বছর নভেম্বর মাসে টিকটককে টেক্কা দিতে ফেসবুক উন্মুক্ত করেছে ল্যাসো নামের একটি অ্যাপ্লিকেশন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন