রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এক চার্জে ২০ দিন চলবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 453 ভিউজ

প্রত্যাশামতোই বৃহস্পতিবার রেডমি নোট ৯ সিরিজের স্মার্টফোন লঞ্চ করল শাওমি। তবে রেডমি নোট ৮-এর মতো নয়, এবার একসঙ্গে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স, রেডমি নোট ৯ ও রেডমি নোট ৯ প্রো স্মার্টফোনও লঞ্চ করা হয়েছে।

রেডমি নোট ৯ প্রো ম্যাক্স-এর ফিচার্স
ডিসপ্লে: ৬.৬. ইঞ্চ ফুল এইচডি+
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৭২০জি
অপারেটিং সফ্টওয়ার: অ্যান্ড্রয়েড ১০ ও এমআইইউআই ১১
রিয়ার ক্যামেরা : ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা+ ৮ মেগাপিক্সেল+ ৫মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও ২ মেগাপিক্সেলের সেন্সর।
ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
মডেল: অরা ব্লু, গ্লেশিয়ার হোয়াইট এবং ইন্টারস্টেলার ব্ল্যাক
ব্যাটারি: ৫০২০এমএএইচ ব্যাটারি
র‌্যাম: ৬ জিবি, ৮ জিবি
স্টোরেজ: ৬৪জিবি,, ১২৮ জিবি,

রেডমি স্মার্টফোনগুলির মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লে স্ক্রিন রয়েছে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স-তে। এর ব্যাটারির কমপক্ষে ২০ দিনের স্ট্যান্ডবাই সময় ঘোষণা করেছে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন