যে ৬টি কারণে আপনি আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং পছন্দ করবেন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 417 ভিউজ

১। পৃথিবীর অলমোস্ট সব প্রোডাক্টই আমাজন ডটকমে পাওয়া যায়। গ্রাহকরাই তাই কোনকিছু কেনার জন্য আমাজনকে খুবই বিশ্বাসযোগ্য মনে করে।

২। অধিকাংশ আমাজন প্রোডাক্টের নিজের নামেই ‘সার্চ ভলিউম’ আছে যার কারনে আপনি আপনার ব্লগের কন্টেন্ট রিলেটেড কিওয়ার্ডে ট্রাফিক ড্রাইভ করাতে পারবেন, পাশাপাশি স্পেসিফিক কোন ব্র্যান্ডের নাম দিয়েও ট্রাফিক ড্রাইভ করাতে পারবেন। আর ইন্টারনেটে যত ট্রাফিক, তত টাকা এটা তো গ্লোবাল রুল!

৩। ইন্টারনেটে কেনাকাটার জন্য আমাজন হল পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত নাম যে কারনে যখনই কেউ আমাজন ডটকমের কোন প্রোডাক্ট রেকমেন্ড করে, তখন ভিজিটররা সেটি অনেক বেশি বিশ্বাস করে এবং কেনার প্রবণতা অনেক বেড়ে যায়।

৪। আমাজনে যেহেতু ফিজিক্যাল প্রোডাক্টই বেশি, অনেক ক্ষেত্রেই ক্রেতারা একের অধিক পণ্য কিনে থাকেন। যেমন, কেউ একটা ক্যামেরা কিনলে সঙ্গে লেন্স, ক্যামেরা ব্যাগ আর অন্যান্য ক্যামেরা সরঞ্জামও কিনেন। আপনি কেবল ক্যামেরার অ্যাফিলিয়েট করলেও উক্ত কেনার কেনা সব প্রোডাক্টের কমিশনই আপনি পাবেন!

৫। আপনি যদি কোন ভিজিটরকে আমাজন ডটকমে পাঠান, তাহলে উক্ত ভিজিটর যে প্রোডাক্টই ক্রয় করুক না কেন আপনি সেই অ্যামাউন্টের উপর ভিত্তি করে কমিশন পাবেন।

৬। একজন ক্রেতা বায়িং ডিসিশন নেয়ার জন্য সাধারণত যে ধরণের তথ্যগুলো প্রয়োজন তা আমাজন ডটকমের প্রোডাক্ট পেইজগুলোতে রয়েছে যেমন ইউজার রিভিউ,  রেটিং থেকে শুরু করে প্রোডাক্টের একাধিক ছবি কিংবা ভিডিও যা ভিজিটরদের সহজেই বায়ারে কনভার্ট করতে পারে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন