বাংলা অক্ষরে মেসেজ খরচ হবে ইংরেজির অর্ধেক দামে

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 745 ভিউজ

মোবাইলে বাংলায় এসএমএস লেখা যায় অনেক আগে থেকেই। কিন্তু বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির প্রায় দ্বিগুণ খরচ হওয়ায় অনেকে ইংরেজিতে এসএমএস করে থাকেন। বিষয়টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবার বেশ ভালো ভাবেই আমলে নিয়েছেন। মোবাইলের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে বাংলা অক্ষরে মেসেজ বা এসএমএস পাঠানোর খরচ কমিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি এই নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি। দেশে থাকা বিদ্যমান চারটি মোবাইল অপারেটরের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাছে পাঠানো ওই নির্দেশনাটি গত ২০ জুন থেকে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী বাংলায় মেসেজ এর ট্যারিফ সর্বোচ্চ ০.২৫ টাকা (ভ্যাট ও ট্যাক্স ছাড়া) নির্ধারণ করা হলো। বাংলায় অক্ষর বেশি হওয়ায় এসএমএস পাঠাতে ইংরেজি অক্ষরের এসএমএস এর চেয়ে প্রায় দ্বিগুণ খরচ হত। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের উপ-পরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত নির্দেশনায় নতুন এই মেসেজ ট্যারিফ নির্ধারণ করা হয়। বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। আশা করা হচ্ছে এর ফলে বাংলা ভাষার ব্যবহার আরো বেড়ে যাবে। এছাড়া রাষ্ট্র ভাষা বাংলার গ্রহন যোগ্যতা আরো বাড়বে। সরকারি বিভিন্ন তথ্য অনেক আগে থেকেই বাংলা ভাষায় এসএমএস পাঠানো শুরু হয়েছে। এখন থেকে ব্যক্তি পর্যায়ে বাংলা অক্ষরে এসএমএস পাঠানোর আগ্রহ বাড়ানোর জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গত ১৮ জুন, মঙ্গলবার রাতে নিজের এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির প্রায় দ্বিগুণ খরচ হয়। কারণ, বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএমএস পাঠান ইংরেজির অর্ধেক দামে।’ আশা করা হচ্ছে নতুন এই উদ্যোগ গ্রহনের ফলে রাষ্ট্রভাষা বাংলা আরো সামনের দিকে এগিয়ে যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন