বন্ধ করার নিয়ম অপ্রয়োজনীয় ‘এসএমএস’ আসা বন্ধ করার নিয়ম

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 756 ভিউজ

হাজারো ব্যস্ততার মাঝে একটি এসএমএস’র কারণে আমরা ছুটে যাই ফোনের কাছে। কিন্তু এসএমএসটি যদি হয় অপ্রয়োজনীয় তাহলে রাগ করা ছাড়া আর কিছুই করার থাকে না। সারাদিনে এমন একাধিক স্প্যাম এসএমএস বিরক্ত হতে হয় অনেককেই।

কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবীমা, ক্রেডিট কার্ড সেবা এমন নানা জায়গা থেকে এসএমএস আসে। যা সাধারণত কাজের থেকে অকাজেরই বেশি হয়। এ সমস্ত অনাকাঙ্ক্ষিত এসএমএস থেকে রক্ষা পেতে চাইলে নিচের নিয়ম অনুসরণ করতে পারেন-

# গ্রামীণফোনের প্রোমোশনাল এসএমএস বন্ধ করতে ডায়াল করুন *121*1101#
আবার চালু করতে ডায়াল করুন *121*1102#

# রবি গ্রাহকরা ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন। এজন্য ফোন করে বলতে হবে, ‘আমি এই সেবা চাই না।’ তাহলে সংশ্লিষ্টরা ফোনদাতাকে নিয়ে যাবে ডিএনডি বিভাগে।

# এয়ারটেলের গ্রাহকরা ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন।

# কেউ বাংলালিংক নম্বরে এসএমএস না চাইলে মেসেজ অপশনে গিয়ে অফ (OFF) লিখে ৬১২১ নম্বরে এসএমএস পাঠানো যাবে।

# টেলিটকের এ ধরনের কোনও সেবা (এসএমএস ব্লক) নেই।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন