টাকা লাগতে পারে টুইটার ব্যবহারে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 483 ভিউজ

ফ্রি নয়, এবার সাবসক্রিপশন মডেল চালু করার কথা ভাবছে টুইটার। তবে কবে নাগাদ এ সাবসক্রিপশন মডেল চালু হতে পারে সেই দিন-ক্ষণ নির্ধারিত হয়নি।

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি। তিনি জানিয়েছেন, অর্থের বিনিময়ে টুইটার ব্যবহার করার একটি মডেলের এখনো প্রাথমিক অবস্থায় আছেন তারা। এ বছরেই কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাবেন তিনি। এ পরীক্ষা চালাতে ছোট একটি দল তৈরি করা হয়েছে এবং এ দলের জন্য নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

ডরসি বলেছেন, ‘টেকসই আয় বাড়ানোর লক্ষ্য স্থির করেছি। আমাদের বিভিন্ন দিক থেকে আয় বাড়াতে হবে। তবে বেশি গুরুত্ব পাবে আমাদের বিজ্ঞাপন ব্যবসার পরিপূরক কোনো আয়ের পথ পেলে। আমরা সাবসক্রিপশনকে পরিপূরক মডেল হিসেবে দেখছি। আর মানুষকে অর্থ দিয়ে টুইটার ব্যবহার করতে বললে একে তেমনই একটা জায়গায় নিয়ে যেতে হবে।’

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন