গ্রাফিক্স ডিজাইন শিখুন এবং আয় করুন – শেখার জন্য ফটোশপ কোর্স নিয়ে নিন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 760 ভিউজ

গ্রাফিক্স ডিজাইন কি?

আসলে গ্রাফিক্স ডিজাইনের সংজ্ঞা এক কথায় দেওয়া সম্ভব নয়..তারপরও চেষ্টা করছি.. ” যা কিছু ডিজাইনড সবই গ্রাফিক্স ডিজাইন ” ”একটি ক্রিয়েটিভ প্রসেস যা আর্ট এবং টেকনোলজী এর সমন্বয়ে আইডিয়াগুলো প্রকাশ করে তাকে গ্রাফিক্স ডিজাইন বলে”।

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন?

সূচনা: গ্রাফিক্স ডিজাইন খুব একটা সহজ বিষয় নয় যে আপনি চাইলেন আর শিখে গেলেন। এর জন্য প্রতিনিয়তই আপনাকে অনেক বেশি বেশি চেষ্টা করতে হবে আর থাকতে হবে সাধনা ও ধৈর্য্য। যাই হোক, আমার এই পোস্টটির টিপসগুলো দেখেই যে আপনি প্রফেশনাল হয়ে উঠবেন এমন কিন্তু না বাট আপনি অনেক অগ্রসর হতে পারবেন এ বিষয়ে আমি সিউর। নিচের দেওয়া কয়েকটি টিপস দেখে সে অনুয়াযী কাজ করুন।

  1. ভাল কোম্পানিগুলোর ভাল মানের গ্রাফিক্স ডিজাইনের ওপরে করা বাংলা ভিডিও টিউটোরিয়াল কিনে ফেলেন। তারপর যখন আপনি ওসব দেখে কিছুটা দক্ষ হয়ে উঠবেন এর উপরে তখন নিচের কয়েকটি পয়েন্ট অনুসরন করেন। টিউটোরিয়াল গুলো কিনতে বেশি খরচ হবে না প্রায় ৩৫০-৫০০৳ টাকার মধ্যেই পাবেন। যা একটি কোর্সের ১০০০০ থেকে ১৫০০০ হাজার এর তুলনায় অনেক কম।
  2. ইউটিউবে নতুন নতুন ভার্সনের টিউটোরিয়াল সার্চ করে ও সব প্রায় ফলো করেন!
  3. গ্রাফিক ডিজাইনের জন্য ভাল-ভাল অনেক সাইট আছে ওইসব সাইটে প্রায় ভিজিট করুন, ওদের টিউটোরিয়াল ফলো করুন, তা বোঝার চেষ্টা করেন, প্রতিদিন সেসব প্রাকটিস করুন। আমার মতে আমার প্রথম পছন্দটা হল এই সাইটটা:http://psd.tutsplus.com/
  4. প্রফেশনাল ডিজাইনারদের সাথে ভাল সম্পর্ক রাখুন। তাদের কাছে বড় বড় বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করুন। সবার সাজেশনই মাথায় রাখুন।
  5. ফ্রি PSD পাওয়া য়ায় এমন অনেক ওয়েবসাইট আছে। সেসব ওয়েবসাইট থেকে ফাইলগুলো নামিয়ে নিয়ে তা ওপেন করে দেখুন তারা কীভাবে তাতে কাজগুলি করেছে। সে অনুযায়ী আপনি করার চেষ্টা করুন।
  6. অনেক সময় ডিজাইনের জন্য মাথায় ভাল কোন আইডিয়া আসে না। তাই কখনও কোন আইডিয়ার জন্য graphicriver.net এখানে থেকে ভাল ভাল ডিজাইনের আইডিয়া নিতে পারেন।
  7. আপনার পছন্দ সবসময় মার্জিত রাখুন। সিমপল রাখার চেষ্টা করেন আপনার ডিজাইনকে। আপনার ডিজাইন সবার মাঝে শেয়ার করেন, সবার মতামত নেন।
  8. সব সময় এইসব ডিজাইন এর সাথে আপ টু ডেট (Update) থাকার চেষ্টা করেন।

আবার বলতেছে আপনাকে সব সমস্যার সমাধান দেবে ইন্টারনেট, শুধু বুদ্ধি খাটিয়ে কাজে লাগান।। সবকিছু আপনাকে দিয়ে সম্ভব।

আমাদের কোর্সঃ

আমরা আপনাদের সুবিধার জন্য ইন্টারনেট সার্চ করে ফটোশপ এর টিউটরিয়াল এর একটি কোর্স সেট আপ করেছি। আপনি এই কোর্স নিতে চাইলে আমাদের পারিশ্রমিক হিসেবে ১০০ টাকা দিয়ে এই কোর্স টি সংগ্রহ করতে পারেন। এখানে ফটোশপ এর বেসিক থেকে মধ্যম পর্যায়ে অনেক কিছু শিখতে পারবেন। আমি বলছি না আপনাকে এই কোর্স ই নিতে হবে। আপনি যদি ইন্টারনেট সার্চ করে ভাল টিউটরিয়াল খুজে পান তাহলে সেগুলো ফলো করতে পারেন।

ভালভাবে শেখার পর এর মাধ্যমে আপনারা “ফাইভার”, “পিপলপারআওয়ার”, “৯৯ডিজাইন” এ আপনারা কাজ করতে পারবেন এবং আয় করতে পারবেন।

আশা করি সবকিছু বুঝতে পেরেছেন।

আর এই কোর্স টি নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এই ইমেইল এঃ monayem545@gmail.com

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন