গুগল নতুন দুই পিক্সেল ফোন আনছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 407 ভিউজ

নতুন দুই পিক্সেল ফোন আনছে গুগল। এর মধ্যে একটি পিক্সেল ৫ । অন্যটি পিক্সেল ফোর এ মডেলের ৫জি ভার্সন। ৩০ সেপ্টেম্বর এক অনলাইন ইভেন্টে ফোন দুইটি বিক্রির ঘোষণা দেয়া হবে। এরপর ১৫ অক্টোবর থেকে বাজারে কিনতে পাওয়া যাবে।

পিক্সেল ফোর এ ৫জি ভার্সনের দাম হবে ৪৯৯ ডলার। এতে ১২৮ জিবি স্টোরেজ থাকছে। অন্যদিকে পিক্সেল ৫ এর দাম হবে ৬১৫ ডলার।

পিক্সেল ৫ পাওয়া যাবে কালো ও সবুজ রঙে। পিক্সেল ফোর এ ৫জি ভার্সন পাওয়া যাবে সাদা ও কালো রঙের মিশেলে। এই ফোনটি ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে। গুগলের নতুন পিক্সেল ফোন সর্বাধুনিক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে বাজারে আসবে।

0 মন্তব্য
1

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন