ইনস্টাগ্রামের নতুন ফিচারটি সম্পর্কে জানেন?

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 489 ভিউজ

ইনস্টাগ্রামে হাজার হাজার ফলোয়ার থাকার পরও ছবিতে অনেকে লাইক কম পান। আবার আপনি কাউকে ফলো করলেও তাকে লাইক দেন না। এ ধরণের ফলোয়ারদেরকে আনফলো করার সুবিধার্থে নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম।

জানা গেছে, নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফলোয়ারদেরকে দু’টি আলাদা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন। তিন মাসে ফলোয়ারদের সঙ্গে যোগাযোগের মাত্রা হিসাব করে ‘লিস্ট ইন্টারেক্টেড উইথ’ ও ‘মোস্ট শোন ইন ফিড’ নামের দু’টি ক্যাটাগরিতে ফলোয়রদের নাম যুক্ত করা যাবে।

অ্যাপ বিশ্লেষক জেন মানচুং ওং বলেন, ফিচারটি আমিই প্রথম শনাক্ত করেছি। এটি নিয়ে এখনো পরীক্ষা চালানো হচ্ছে। ফিচারটি ব্যবহার করে পছন্দের ভিত্তিতে স্পোর্টস, ডিজাইন, ফ্যাশন ও মিম নিয়ে কনটেন্ট প্রচার করা অ্যাকাউন্টগুলো আলাদা করা যাবে। তবে এই ফিচার আলোর মুখ দেখবে কিনা তা নিয়েও সন্দেহ আছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন