অ্যামাজন নতুন গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 476 ভিউজ

গুগলের স্টেডিয়া এবং এনভিডিয়ার জিফোর্স নাও-এর মতো পরিপূর্ণ ক্লাউড গেইমিং প্ল্যাটফর্ম বানাতে কাজ করছে অ্যামাজন। গেমিং প্ল্যাটফর্মটির ‘কোড নেম’ দেওয়া হয়েছে ‘প্রজেক্ট টেম্পো’। ক্লাউড-ভিত্তিক গেমে পা দিলে মাইক্রোসফট এবং গুগলের সঙ্গে পাল্লা দিতে হবে অ্যামাজনকে। সবকিছু ঠিক থাকলে এ বছরেরই যেকোনো সময় নিজস্ব গেম প্ল্যাটফর্মের প্রাথমিক সংস্করণ নিয়ে আসতে পারে প্রতিষ্ঠানটি।

‘ক্রুসিবল’ নামের এক গেম নিয়ে ২০১৪ সাল থেকেই কাজ করছে অ্যামাজন। ওই গেমের সঙ্গে ‘নিউ ওয়ার্ল্ড’ নামের আরেকটি গেম নিয়ে আসার পরিকল্পনাও করেছে অনলাইন এ রিটেইল জায়ান্ট। মাল্টিপ্লেয়ার ওই অনলাইন গেমটি বেশ ভালোভাবেই ‘মাল্টিপ্লেয়ার গেম’-এর শ্রেণীতে যুক্ত হতে পারবে। — নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানিয়েছে আইএএনএস।

“মূল লক্ষ্য হলো অ্যামাজন থেকে ভালোগুলো নিয়ে তা গেমে নিয়ে আসা,” – বলেছেন অ্যামাজনের গেম সেবা ও স্টুডিওজ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ফ্র্যাজজিনি। তিনি আরও বলেন, “আমরা বেশ অনেকদিন ধরেই কাজ করছি, গেম তৈরিতে লম্বা সময়ও লাগে, এবং আমরা অনেক অ্যামাজন রীতিনীতি গেম তৈরিতে নিয়ে এসেছি”।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন