জেনে নিন প্লাস্টিকের বোতলের চিহ্নের কারন

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 1218 ভিউজ

আমাদের চারপাশে ঘরে এবং বাইরে প্লাস্টিকের পেট বোতলের বিশাল ছড়াছড়ি। খাবার রাখা থেকে শুরু করে পানি রাখা প্রায় সবখানেই এই প্লাস্টিক বোতলের ব্যবহার। সহজে বহন করা যায় এবং বোতল পরিষ্কার করাও সহজ এই জন্য প্লাস্টিক বোতলের ব্যবহার এতো বেশি। কিন্তু প্লাস্টিক বোতল বারবার ব্যবহার করা যায় না। আমারা না বুঝেই দিনের পর দিন এই সব প্লাস্টিকের বোতল গুলো ব্যবহার করে থাকি। প্রায় প্রতিটি প্লাস্টিকের বোতলের গায়ে থাকা চিহ্নগুলিকে আমরা কখনও খেয়াল করি না। প্লাস্টিক বোতলের তলায় ত্রিকোণ চিহ্নের মানেটা বুঝতে পারলে আমরা খুব সহজেই ভালো-মন্দের পার্থক্য বুঝতে পারবো। ত্রিকোণ চিহ্নটিকে আসলে প্লাস্টিক বোতলের চারিত্রিক ইনডেক্স বলা হয়ে থাকে। ত্রিকোণ চিহ্নের মধ্যে থাকা সংখ্যা দ্বারা বোঝা যায় বোতলগুলো ব্যবহারে কতটা নির্ভরযোগ্য বা কী ধরনের জিনিস তাতে রাখা যাবে।

আসুন জেনে নেই প্লাস্টিকের বোতলের নিচের ত্রিকোণ চিহ্নের মধ্যে থাকা সংখ্যার মানে গুলোঃ

* ত্রিকোণের মাঝে সংখ্যা ১ — এর মানে বোতলটি একবারই মাত্র ব্যবহার করা যাবে এবং বোতলটিতে পলিথিলিন টেরেপথ্যালেট প্লাস্টিক ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই ধরনের বোতল বহুবার ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

* ত্রিকোণের মধ্যে সংখ্যা ২ — এর মানে প্লাস্টিক বোতলটিতে ঘন পলিথিন ব্যবহার করা হয়েছে। এই ধরনের বোতল মূলত শ্যাম্পু বা ডিটারজেন্ট রাখার জন্য ব্যবহার হয়।

* ত্রিকোণের মধ্যে সংখ্যা ৩ — এর মানে প্লাস্টিক বোতলটি বেশিবার ব্যবহার করা উচিত নয়। এতে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। ‘পোলিভিনিল ক্লোরাইড’ বা ‘পিভিসি’ ব্যবহার করে বোতলটি তৈরি করা হয়েছে। ‘পিনাট বাটার’ রাখতে এই বোতল ব্যবহার করা হয়।

* ত্রিকোণের মধ্যে সংখ্যা ৪ — এর মানে প্লাস্টিক বোতলটি বেশিবার ব্যবহারের উপযোগী। বিশেষ করে, প্লাস্টিকের প্যাকেটে এই চিহ্ন বেশি দেখা যায়।

* ত্রিকোণের মধ্যে সংখ্যা ৫ — এর মানে প্লাস্টিক বোতলটি ব্যবহারের যোগ্য এবং একদম নিরাপদ। মূলত আইক্রিম কাপ, সিরাপের বোতল বা খাবারের কন্টেনারে এই ধরনের চিহ্ন দেখা যায়।

* ত্রিকোণের মধ্যে সংখ্যা ৬ অথবা ৭ — এ মানের প্লাস্টিক বোতলকে রেড কার্ড বলা হয়। এই ধরনের প্লাস্টিক তৈরি হয় পলিস্টিরিন এবং পলিকার্বনেট বিসপেনলের মিশ্রনে। এই ধরনের প্লাস্টিক মানুষের হরমোনে মারাত্মক রকমের ক্ষতিকারক সমস্যা তৈরি করে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন