ফায়ারফক্সের নতুন ফিচার স্প্যাম ঠেকাতে আসছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 359 ভিউজ

ই-মেইল স্প্যামে সব সময় প্রচুর মেইল আসে। এর অন্যতম কারণ, অনেক সাইট অনুমতি ছাড়া তথ্য নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। এ সমস্যারই সমাধান এনেছে মজিলা ফায়ারফক্স।

মজিলার একজন মুখপাত্র জানান, প্রাইভেট রিলে ফিচারটি এখন শুধু পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের আওতায় এলে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে . প্রযুক্তিবিষয়ক সাইট গিজমডো জানিয়েছে, ফায়ারফক্স ‘প্রাইভেট রিলে’নামে একটি পরীক্ষামূলক ফিচার এনেছে।

আর ওই ফিচারটির মাধ্যমে যখনই কোনও সাইট ব্যবহারকারীর কাছে তার ই-মেইল চাইবে ফায়ারফক্স তখন নিজে নিজেই বিভিন্ন রকম ই-মেইল ঠিকানা তৈরি করতে থাকবে যা ব্যবহারকারী চাইলে ব্যবহার করতে পারবে এবং মূল ই-মেইলের নিয়ন্ত্রণেই সেটি সেই সাইটে পাঠানো যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন