একজন গ্রাহক সর্বমোট ১৫টি সিম (প্রিপেইড/পোস্টপেইড) নিবন্ধন করতে পারবেন

কর্তৃক মোঃ মতিউর রহমান
0 মন্তব্য 1066 ভিউজ

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক সর্বমোট ১৫টি সিম রেজিস্ট্রেশান নির্ধারণ করা হয়েছে (প্রি-পেইড, পোস্ট-পেইড মোবাইল অপারেটর নির্বিশেষে) । এখন থেকে উক্ত সীমার বাইরে কোন গ্রাহক (কর্পোরেট গ্রাহক ব্যাতিত) সিম নিবন্ধন করতে পারবে না।
কিভাবে একটি আইডির বিপরীতে সিমের সংখ্যা জানবেনঃ
১) ইউ এস এস ডিঃ *১৬০০১# ডায়াল করে আইডির শেষ চার সংখ্যা লিখতে হবে। বিটিআরসি’র সিস্টেমের সাথে মিললে গ্রাহক এসএমএসের মাধ্যমে তার মোট নম্বরের তালিকা পাবেন।
২) এস এম এসঃ মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আইডির শেষ চার সংখ্যা লিখে ১৬০০১ নম্বরে পাঠাতে হবে। বিটিআরসি’র সিস্টেমের সাথে মিললে গ্রাহক এসএমএসের মাধ্যমে তার মোট নম্বরের তালিকা পাবেন।
যে সকল গ্রাহক ইতিমধ্যে উক্ত সীমা অতিক্রম করেছেন, সে সকল গ্রাহকদের আগামি ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে মোবাইল অপারেটর কাস্টমার কেয়ার সেন্টারে হাজির হয়ে মালিকানা পরিবর্তন করে নিতে হবে। উক্ত সময়ের পর সকল গ্রাহকের সর্বোচ্চ সীমার অতিরিক্ত সিম বিটিআরসি নির্ধারিত পদ্ধতির ভিত্তিতে বন্ধ করে দেওয়া হবে।
মালিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনঃ
মালিকানা প্রদানকারী ও গ্রহনকারী উভয়কেই সশরীরে উপস্থিত থাকতে হবে
পাসপোর্ট সাইজ ছবিঃ দাতার জন্য ১ কপি, গ্রহীতার জন্য ২ কপি
আইডি কপিঃ শুধুমাত্র গ্রহীতার জন্য

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন