সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এ২১ এস মডেলের ফোনের প্রোমো ভিডিও প্রকাশ করেছে। ভিডিও বলছে এই ফোনে ‘লাইভ ক্যামেরা’ ফিচার থাকতে চলেছে। এর ফলে গ্রাহকরা লাইভ ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় লাইভ ফটো পোস্ট করা যাবে। এছাড়াও নতুন ফোনে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।
৯১মোবাইলস ওয়েবসাইটে ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে জানানো হয়েছে ফোনের ক্যামেরা অ্যাপ থেকে সরাসরি সোশ্যাল মিডিয়ায় ব্রডকাস্ট করা যাবে। কালো, নীল ও সাদা রঙে এই ফোন বাজারে আসতে পারে।ফোনটিতে থাকবে ৬.৫৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা।
এই ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলা জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে স্যামসাং। ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ফোনটি পাওয়া যাবে।