মাইক্রোসফটের ১৭ বিলিয়ন ডলার হাওয়া ৫ মিনিটে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 284 ভিউজ

গত বছর মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার (জেইডিআই) চুক্তি জিতেছিল মাইক্রোসফট। এ চুক্তি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। এর পরই মাত্র ৫ মিনিটে মাইক্রোসফটের বাজারমূল্য ১ হাজার ৭০০ কোটি ডলার কমেছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম ১৮৫ ডলার থেকে কমে ১৮৩ ডলারে নেমেছে।

গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা বিভাগে ১ হাজার কোটি ডলারের জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার (জেইডিআই) চুক্তির কাজ স্থগিতের প্রস্তাব করেছিল অ্যামাজন।  পেন্টাগন মাইক্রোসফটের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে এ কাজ করছিল অ্যামাজন।

পরবর্তী সময়ে পেন্টাগনের চুক্তিকে চ্যালেঞ্জ জানায় অ্যামাজন এবং আদালতের দ্বারস্থ হয়।বিশ্বের তৃতীয় বৃহৎ মূলধনি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন