নতুন দুই স্মার্টফোন আসছে ওয়ানপ্লাসের

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 402 ভিউজ

চীনভিত্তিক ওয়ানপ্লাস চলতি বছর ‘ওয়ানপ্লাস ৮’ ও ‘ওয়ানপ্লাস ৮ প্রো’ নামে নতুন দুই স্মার্টফোন আনতে পারে। ওয়ানপ্লাসের নতুন ডিভাইসগুলোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসার আগেই অ্যামাজন ইন্ডিয়ার সাইটে ছবিসহ বেশকিছু তথ্য প্রকাশ পেয়েছে।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমচালিত ওয়ানপ্লাস ৮ প্রো স্মার্টফোনে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থন থাকতে পারে। ডিভাইসটির ১২ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরো বাড়ানোর সুবিধা থাকতে পারে। এতে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসগুলোর দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

বৈশ্বিক ডিভাইস বাজারে ওয়ানপ্লাস সাশ্রয়ী মূল্যে হাইএন্ড ডিভাইস সরবরাহ করে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। চলতি বছরের জন্য বাজারে আসতে যাওয়া ডিভাইস দুটি প্রতিষ্ঠানটির ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন