চোর দমনে ব্যবস্থা নিচ্ছে অ্যামাজনসহ অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 420 ভিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাকেজ চোর দমনে ব্যবস্থা নিচ্ছে অ্যামাজনসহ অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের গবেষকদের দেওয়া তথ্যমতে প্রতিদিন যুক্তরাষ্ট্রে গড়ে প্যাকেজ চুরি হয় বা হারিয়ে যায় ১৭ লাখ।

দেশটিতে অনলাইন কেনাকাটায় শীর্ষে রয়েছে অ্যামাজন। প্রতিষ্ঠানের প্রাইম সদস্যরা বলছেন বছরে গড়ে ৫১টি প্যাকেজ সরবরাহ পান তারা। তিনজনের মধ্যে একজন মার্কিন নাগরিক অন্তত একটি প্যাকেজ চুরির অভিযোগ করেন। এতে প্রতিদিন আড়াই কোটি মার্কিন ডলারের পণ্য ও সেবা চুরি যায় বলে জানিয়েছে সি+আর রিসার্চ।

প্যাকেজ চুরি থামাতে যুক্তরাষ্ট্রের ৯০০টি শহরে নিরাপদ লকার বসিয়েছে অ্যামাজন। এর পাশাপাশি এখন ‘অ্যামাজন কি’ ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সরবরাহ ভ্যানের চালককে বাড়ির ভেতর, গ্যারেজ বা গাড়ির ট্রাংকে প্যাকেজ রাখার অ্যাকসেস দিতে পারেন গ্রাহক।

ইউপিএস, ফেডএক্স এবং মার্কিন পোস্টাল সার্ভিস বেশ কিছু স্টোর তৈরি করেছে দেশজুড়ে। এখান থেকে নিজেদের পণ্য নিজেরাই নিতে পারবেন গ্রাহক।

এর পাশাপাশি গুগলের মতো প্রতিষ্ঠানগুলো ভিডিও ডোরবেলের মাধ্যমে চুরি কমানোর চেষ্টা করছে। বিভিন্ন বাড়ির জন্য উন্নত প্যাকেজ ট্র্যাকিং এবং লকবক্স বানানোর লক্ষ্যেও কাজ করছে অনেক স্টার্টআপ।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন