বই বিহীন শ্রেণিকক্ষ চালু হল কুড়িগ্রামে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 341 ভিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চালু হলো “বই বিহীন শ্রেণি কক্ষ”। কাগজের বই ছাড়া সেখানে প্রযুক্তি উপকরণ ব্যবহারে পাঠদান ‍শুরু হয়েছে। এজন্য ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট ও প্রজেক্টর।

শনিবার (১১ জানুয়ারি) ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিশু শ্রেণির শ্রেণি কক্ষে পরীক্ষামূলক পাঠদানের অংশ হিসেবে এর উদ্বোধন করা হয়।

“বই বিহীন শ্রেণি কক্ষ’র” উদ্বোধন করেন প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও সমাজকর্মী শফি খান এবং কাঠালবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষক ফৌজিয়া খান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন আশার আলো পাঠশালা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা এবং ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুমার বিশ্বজিৎ বর্মণ, ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালার অধ্যক্ষ বীনা রাণী রায়, কুড়িগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক মোঃ মোছা।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন