১০ মিনিটের চার্জে গাড়ি যাবে দুইশ মাইল

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 641 ভিউজ

বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়ে গবেষণা করেছেন একদল গবেষক। নতুন এই ব্যাটারি ১০ মিনিট চার্জ দিলেই গাড়ি ২০০ মাইল চলতে পারবে বলে দাবি করেছে দলটি। ব্যাটারির নতুন নকশার কারণে বৈদ্যুতিক গাড়িগুলোকে অবশেষে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়িগুলোর সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে সহায়তা করবে বলেও দাবি গবেষকদের। খবর বিডিনিউজের।

গবেষকরা বলেন ব্যাটারি প্রতি ১০ মিনিট চার্জে বৈদ্যুতিক গাড়ি ২০০ মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে। এতে ব্যাটারির চার্জিং সাইকল ২৫০০ তে সীমিত থাকবে। ফলে এক ব্যাটারি দিয়ে পাঁচ লাখ মাইলের বেশি পথ পাড়ি দিতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারি নিয়ে পেন স্টেট ইউনিভার্সসিটির গবেষকদের করা এই গবেষণা নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছে জুল জার্নালে। প্রকাশনায় বলা হয়, ব্যাটারি দ্রুত চার্জ করতে অপ্রতিসম কৌশল ব্যবহার করা হয়েছে, যা লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষয় কমিয়ে আনে। এই কৌশলে ব্যাটারি বেশি তাপমাত্রায় দ্রুত চার্জ হয় এবং কম তাপমাত্রায় চার্জ ধীর গতিতে মজুদ করা হয়। গবেষকরা বলেন, এই কৌশলে ব্যাটারির কার্যকরিতা কখনও কমে যায় না। সাধারণত তাপের কারণে লিথিয়াম-আয়ন ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়। নতুন নকশা ওই সমস্যা দূর করতে পারবে বলে আশা করা হচ্ছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন