মেলবোর্ন ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলারশিপ

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 339 ভিউজ

মেলবোর্ন ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলারশিপ

গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্স করার চিন্তা করছেন এমন শিক্ষার্থীদের জন্য একটি ভালো সুযোগ আছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সির্টিতে। বিশ্ববিখ্যাত এই ভার্সিটি মাস্টার্স শিক্ষাক্রমে গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্কলারশিপ অফার করছে। মেলবোর্ন ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলারশিপ বা এম.আই.আর.এস. নামের এই কার্যক্রমে অংশগ্রহন করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও।

সুবিধাদি: দুইবছর বছরের মাস্টার্স শেষ করার পর যারা ডক্টরেট করতে চাইবেন তাদের জন্য বৃত্তির সময়সীমা ছয় মাস বৃদ্ধি করার সুযোগ থাকছে এই কার্যক্রমে। ফুলটাইম শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের লিভিং এ্যলাউন্স প্রতি শিক্ষাবছরে ২৫ হাজার ৮৪৯ ডলার এবং পার্টটাইম শিক্ষাথীদের জন্য ১২ হাজার ৯২৪ ডলার। থিসিস এ্যালাউন্সে পরিমানও কম নয়। মাস্টার্সের একজন শিক্ষার্থী থিসিসের জন্য ৪২০ ডলার এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮৪০ ডলার। মেলবোর্ন শহরটি ভিক্টোরিয়া স্টেটে অবস্থিত। ভিক্টেিরয়া স্টেটের বাইরে থেকে যারা পড়াশুনা করবেন তাদের জন্য দুই হাজার ডলার থাকছে যাতায়াত খরচের জন্য। মোট স্কলারশিপ ১৫০টি।

যোগ্যতা: অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট এমন শিক্ষার্থী ছাড়া বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। চার বছরের অনার্স কোর্সে প্রথম বিভাগ থাকতে হবে। গবেষণার মাধ্যমে মাস্টার্স অথবা পিএইচ ডি ডিগ্রী নেয়ার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে। মেলবোর্ন ইউনিভার্সিটি যেসব কোর্স অফার করে সেগুলোর মধ্য থেকে কোননো একটিতে আবেদন করা যাবে।

সময়সীমা: আবেদপত্র গহণ করা হবে দুই রাউন্ডে। প্রথম রাউন্ডের সময়সীমা ৩১ অক্টোবর আর দ্বিতীয় রাউন্ডের সময়সীমা ৩১ মে।

আবেদন পত্র: আবেদন পত্র পাওয়া যাবে ও ভার্তির অন্যান্য তথ্য পাওয়া যাবে

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন