এবার ফাইভজিসহ হুয়াওয়ে নিয়ে আসছে নোভা ৬

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 398 ভিউজ

আগামী বছর নোভা সিরিজের নতুন ফোন আনবে হুয়াওয়ে। ফোনটির মডেল হবে নোভা ৬। আগামী বছরের আগে ফোনটি বাজারে আসবে না। তবে এর আগেই জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস জানিয়েছেন, ফোনটি ফাইভজি সংস্করণে আসবে। নোভা ৬ ফোনে বেলং ৫০০০ মাল্টি মোড ফাইভজি মডেম যুক্ত হলে সর্বোচ্চ ৭.৫ গিগাবাইট পার সেকেন্ডে ফাইল ডাউনলোড করা যাবে। প্রসেসরে থাকতে পারে কিরিন ৯৮০ বা ৯৯০ চিপসেট। ফোনটির বাকি স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে জানতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

এদিকে, তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল প্রকাশ করেছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে শেষ হওয়ার পরেও গত বছর একই প্রান্তিকের চেয়ে তাদের আয় বেড়েছে ২৪ দশমিক ৪ শতাংশ। তাদের বাৎসরিক আয় দাঁড়িয়েছে ৮৬ দশমিক ১ বিলিয়নে। এর মধ্যে নিট লাভের পরিমাণ ৮ দশমিক ৭ শতাংশ। বছরের প্রথম তিন প্রান্তিক মিলে হুয়াওয়ে বাজারে সরবরাহ করেছে ১৮ কোটি ৫০ লাখ ফোন। তবে শুধু তৃতীয় প্রান্তিকে কতো ইউনিট ফোন বাজারে সরবরাহ করা হয়েছে তা জানায়নি হুয়াওয়ে। সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড সেন্ট্রালের অনুমান, তৃতীয় প্রান্তিকে ৬ কোটি ৭০ লাখ ইউনিট বাজারে ছেড়েছে হুয়াওয়ে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন