ক্যাশ-আউট চার্জ সবচেয়ে কম ডিজিটাল লেনদেন নগদ-এ

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 542 ভিউজ

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ-এ সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করা যাবে। নগদ-এর সকল গ্রাহক যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে ১ দশমিক ৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউট করতে পারবেন। অর্থাৎ প্রতি হাজারে নগদ এর ক্যাশ-আউট চার্জ এখন মাত্র ১৪ টাকা ৫০ পয়সা। রোববার (৬ অক্টোবর) নগদ-এর এক সংবাদি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জনানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ গ্রাহক প্রতি ১০০০ টাকা ক্যাশ-ইন করলে প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক পাবেন। ক্যাশ ব্যাকের টাকা ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে পৌঁছে যাবে। জানা গেছে, নতুন গ্রাহকেরা নগদ-এ সফল নিবন্ধনের মাধ্যমে ১ দশমিক ৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউট চার্জ উপভোগ করতে পারবেন। যে কেউ নগদ অ্যাপের মাধ্যমে নিজে অথবা নগদ উদ্যোক্তার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। উপরোক্ত দুই ক্ষেত্রেই গ্রাহকের জন্য সফল রেজিস্ট্রেশনে (নিবন্ধনে) থাকছে ২৫ টাকা পাওয়ার সুযোগ।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন