হুয়াওয়ে নিজস্ব সার্চ ইঞ্জিন আনলো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 345 ভিউজ

‘পেটাল সার্চ’ নামের নিজস্ব সার্চ ইঞ্জিন লঞ্চ করল চীনের কোম্পানি হুয়াওয়ে। চলতি বছর মে মাসে আনুষ্ঠানিকভাবে পেটাল সার্চ নামে নিজস্ব মালিকানাধীন সার্চ ইঞ্জিন অ্যানাউন্স চাইনিজ টেক জায়ান্ট হুয়াওয়ে। হুয়াওয়ে ডিভাইজগুলোতে গুগল সার্চের রিপ্লেসমেন্ট হিসেবে হুয়াওয়ে সার্চ নামক এই সার্চ ইঞ্জিনটি ‌ডেভলপ করছিলো হুয়াওয়ে।

হুয়াওয়ের অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড সহজে ডাউনলোড করা যাবে পেটাল সার্চ’ অপশনটি । তবে বিশেষ ক্ষেত্রে রিজিওন চেঞ্জ করার দরকার হতে পারে । এতে শুধু ব্রাউজার হোমপেজ নয়; স্পোর্টস, ওয়েদার, ইউনিট কনর্ভার্টার ও ক্যালকুলেটরের জন্যও আলাদা সেকশন থাকছে। বলা হচ্ছে, গুগলের প্রতিদ্বন্দ্বি হয়ে আসছে হুয়াওয়ে সার্চ। অ্যাপ গ্যালারি ও হংমেং ওএসের পাশাপাশি নিজস্ব সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করা হুয়াওয়ের জন্য কঠিন চ্যালেঞ্জ।

বর্তমানের হুয়াওয়ে ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকলেও নেই গুগলের ইকো-সিস্টেম গুগল মোবাইল সার্ভিস। তাই বাধ্য হয়েই নিজেদের ডিভাইজে ‘হুয়াওয়ে মোবাইল সিস্টেম ব্যবহার করছে হুয়াওয়ে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন