শাওমি রেডমি ১০এক্স প্রো ৫জি ফিচার ও স্পেসিফিকেশন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 434 ভিউজ

শাওমি রেডমি ১০এক্স প্রো ৫জি ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে গত মাসের প্রথম সপ্তাহে উন্মোচন করা হয়েছে। বিশ্ববাজারে সরবরাহ শুরু হবে শিগগিরই। রেডমি মিড বাজেটের বাজারে উন্মোচন করেছে রেডমি ১০এক্স এবং ১০এক্স প্রো। রেডমি ১০এক্স ৫জি ফোনে ট্রিপল ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে এবং ৪,৫২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী এ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন —

কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৬৪.২×৭৫.৮××৯এমএম ‘

নেটওয়ার্ক সমর্থন : জিএসএম / সিডিএমএ / এইচএসপিএ / এলটিই / 5 জি

সিম : ডুয়াল ন্যানো

ডিসপ্লে : ৬ দশমিক ৫৭ ইঞ্চি এমোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন

ডিসপ্লে রেজল্যুশন :১০৮০×২৪০০ পিক্সেল

ওএস : অ্যান্ড্রয়েড ১০

চিপসেট : মিডিয়াটেক এমটি 6875

মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি

অভ্যন্তরীণ স্টোরেজ : ৮/৮ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮/২৫৬

রিয়ার ক্যামেরা : ৪৮,৮,৮,৫ মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরা : ২০ মেগাপিক্সেল

কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি

ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৪৫২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ৩৩ ওয়াট চার্জিং সমর্থন

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন