গুগল বিজ্ঞাপন নীতিমালায় পরিবর্তন আনছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 306 ভিউজ

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল নিজেদের প্লাটফর্মে বিজ্ঞাপন প্রদর্শনে নীতিমালায় পরিবর্তন আনছে। মার্কিন প্রতিষ্ঠানটির নতুন নীতিমালা অনুযায়ী, তাদের ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্মে চাকরি, আবাসন এবং ঋণ সুবিধার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বয়স বা লিঙ্গকে লক্ষ করে বিজ্ঞাপন দিতে পারবে না কোনো ব্যবসাপ্রতিষ্ঠান।

ব্লগ পোস্টে গুগলের এক নির্বাহী জানান, মার্কিন আবাসন ও নগর উন্নয়ন বিভাগের সঙ্গে কাজ করছে তাদের প্রতিষ্ঠান। নীতিমালা পরিবর্তনের ফলে চাকরি, আবাসন ও ঋণ খাতের বিজ্ঞাপনদাতারা লিঙ্গ, বয়স, অভিভাবকত্ব, বৈবাহিক অবস্থা কিংবা ঠিকানাভিত্তিতে কোনো বিজ্ঞাপন দিতে পারবেন না।

গুগলের দাবি, এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের বৈষম্যের হাত থেকে অনেকটাই রেহাই পাবেন সম্ভাব্য চাকরিপ্রার্থী ও ক্রেতারা। আগে থেকেই এ ধরনের বিজ্ঞাপন বর্ণ, ধর্ম, জাতি, লিঙ্গ, জাতীয় উৎস বা অক্ষমতার ভিত্তিতে দেয়ার ব্যাপারে বিধিনিষেধ দিয়ে রেখেছিল গুগল। এবার আরো কঠোর হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গত বছর সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘ফেয়ার হাউজিং অ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগ তুলেছিল ‘ন্যাশনাল ফেয়ার হাউজিং অ্যালায়েন্স’ এবং ‘ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট’। অভিযোগ করা হয়েছিল, সুনির্দিষ্ট গ্রাহকের কাছে বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা করে দিয়েছিল ফেসবুক।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন