ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমাদের হ্যাকিংয়ের শিকার হতে হয়। ফলে ই-মেইলের অথবা ফেসবুকের পাসওয়ার্ড চুরি হয়ে যায়। তবে কিছু সাবধানতা অবলম্বন করে অনেকটা নিরাপদ থাকা সম্ভব। চলুন জেনে নেয়া যাক ব্যাপার গুলো…
- কখনো অপ্রত্যাশীত মেইল থেকে কোন কিছু ডাউনলোড করবেন না। প্রয়োজনে ইমেইলে ভিউ করুন।
- আপনার পাসওয়ার্ড রিকভারী প্রশ্নের উত্তর গুলো আনকমন বা কঠিন দিন। কখনো নিজের মোবাইল নং ব্যবহার করবেন না।
- অবশ্যই পাসওয়ার্ড রিকভারী ইমেইল ঠিকানাটি গোপন রাখুন।
- নোটপ্যাডে তৈরি করা কোনো ফাইল খুলতে সাবধানতা অবলম্বন করুন।
- অচেনা সন্দেহজনক কোনো ই-মেইল ঠিকানা থেকে মেইল এলে তার উত্তর না দেওয়াই ভালো।
- যে কোন ফাইল স্ক্যান করে খুলুন এবং সন্দেহজনক কোনো ফাইল না খুলা ভাল।
- ব্যক্তিগত কাজে যে ই-মেইলটি ব্যবহার করেন সেটি অপরিচিতদের কাছে প্রকাশ না করা ভাল।
- মেইলের পাসওয়ার্ডের মাঝে সবসময় সাংকেতিক চিহ্ন ব্যবহার করুন যেমনঃ $ ^ % * & ! ~ ` ? “ \ + ; ‘ { } ইত্যাদি।
হ্যাকাররা সাধারণত গোপন সফটওয়্যারের সাহায্যে যেমন কীলগার এর মধ্যমে অন্যের ব্যক্তিগত তথ্য/পাসওয়ার্ড চুরি করে। অর্থাৎ আপনি যখন ইন্টারনেটে বিভিন্ন সাইটের পাসওয়ার্ড/ইউজারনেম লিখে থাকেন, তখন তার সবই কিবোর্ডে রেকর্ড হয়ে থাকে। তবে আপনি ইচ্ছে করলে মোজিলা ফায়ারফক্সে KeyScrambler Personal নামের একটি অ্যাডঅনের সাহায্যে কিবোর্ডের গোপন রেকর্ড বন্ধ করতে পারেন।
- অথবা যদি আপনি কী লগার জাতীয় কিছু SPY এর শিকার হন তবে প্রথমেই Ctrl+Alt+Del চাপুন এবং User Name তালিকা থেকে System ও Local Service ছাড়া সব কিছু একটি একটি করে End Process করুন।
- কীলগারটি যদি ডাউনলোড করে থাকেন তবে তা একনই ডিলিট করুন।
- Start/Programs/Startup থেকে অপরিচিত বা সন্দেহমূলক প্রোগ্রাম ডিলিট করুন।
- এখন My Computer/Tools/Folder Options/View এ ক্লিক করুন।
- এর পর My Computer থেকে সবগুলো পাটিশনের System Volume Information নামক হিডেন ফোল্ডারটি ওপেন করুন এবং ভিতরের যত ফাইল এবং যত ফোল্ডার আছে সকল সব ডিলিট করুন। এ সময় অবশ্যই আপনার কম্পিউটার এর এন্টিভাইরাস চালু রাখবেন।
আপনার ফেসবুক এ্যাকাউন্ট এর পাসওয়ার্ড এর প্রতি বেশি লক্ষ থাকতে পারে হ্যাকাররা তাই ফেসবুকের ই-মেইল গোপন রাখুন না হয় আরও ভাল হয় আপনার মোবাইল নাম্বার দিয়ে যদি রেজিস্ট্রেশন ফেসবুক এ্যাকাউন্ট তাহলে মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে পারবেন তাহলে আর বেশি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবেন।