হুয়াওয়ের ‘সেলিয়া’ সিরির বিকল্প

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 265 ভিউজ

হুয়াওয়ের পি৪০ সিরিজসহ সর্বশেষ ডিভাইসগুলোতে গুগল অ্যাসিস্ট্যান্ট সেবা নেই। তবে কোম্পানিটি এবার নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সেলিয়া’কে প্রকাশ করেছে। খবর এনগ্যাজেট। সেলিয়া প্রাথমিকভাবে ইংরেজি, ফার্সি, স্প্যানিশ ভাষা বুঝতে পারবে।

প্রথমদিকে সিরির মতোই আচরন দেখা যাবে সেলিয়ার। কোর ফোন ফিচারসহ থাকছে বেসিব ভয়েস ইন্টার্যাকশন। আবহাওয়া আপডেট, টেক্সট ও ফোন কল রিকোয়েস্ট, রিমাইন্ডার সেট করা, ক্যালেন্ডারের সাথে ইন্টার্যাকশন এমনকি অনুবাদও করতে পারবে সেলিয়া।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন