শাওমির সমস্ত ফোনের দাম বাড়ছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 384 ভিউজ

চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি তাদের এমাআই সিরিজ এবং রেডমি সিরিজের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত কোম্পানি জিএসটি রেট বাড়ার কারণে নিয়েছে। কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন যে, স্মার্টফোনের উপর জিএসটি হার পরিবর্তন করা হচ্ছে। এবার থেকে স্মার্টফোনের উপর জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। আর এরপরেই আজ শাওমি এই ঘোষণা করলো।

Mi India তাদের অফিসিয়াল টুইটার পেজে টুইট করে বলেছে, মোবাইল ফোনের উপর জিএসটি ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। এবার থেকে মোবাইল ফোনের উপর ১২ শতাংশ জিএসটি এর বদলে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। এছাড়াও অন্য আরও কয়েকটি কারণে আমরা স্মার্টফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। নতুন দাম ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

শাওমি গ্লোবাল এর ভাইস প্রেসিডেন্ট মানু কুমার জৈন টুইট করে জানিয়েছে, কোম্পানি হার্ডওয়ারের উপর ৫ শতাংশের কম লভ্যাংশ নীতিতে কাজ করে। আর সেকারণে স্মার্টফোনের দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। জিএসটি ছাড়াও মার্কিন ডলার অনুযায়ী ভারতীয় টাকার দাম পড়ে যাওয়া আরেকটি বড় কারণ। এইসব কিছুর কারণে আমাদের স্মার্টফোনের দাম বাড়াতে হবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন