যে কম্পিউটার এক মিনিটেই ১০ হাজার বছরের হিসাব করবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 267 ভিউজ

১০ হাজার বছরের হিসাব মাত্র এক মিনিটেই করে দেয়ার ফিচার নিয়ে বাজারে আসছে শক্তিশালী কম্পিউটার কোয়ান্টম। বহুজাতিক কোম্পানি হানিওয়েল শক্তিশালী কম্পিউটারটি বাজারে আনার ঘোষণা দিয়েছে। যার শক্তি গুগল ও আইবিএমের চেয়ে বেশি।

২০১৯ সালের অক্টোবরে ১০ হাজার বছরের হিসাব দুই মিনিটেই মিলিয়ে দেয়ার ফিচার নিয়ে কোয়ান্টাম কম্পিউটার তৈরির ঘোষণা করে গুগল। কিন্তু গুগল-আইবিএমকে ছাড়িয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার আনতে যাচ্ছে হানিওয়েল।

ঘোষণার পর ওয়াটারলুর কোয়ান্টাম কম্পিউটিং ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা মিশেল মোসকা কানাডার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আইটিওয়ার্ল্ডকে বলেন, আইবিএমকে ছড়িয়ে যাওয়া কঠিন কাজ। কিন্তু হানিওয়েল সিরিয়াস মানুষদের সিরিয়াস কোম্পানি। তাদের দেয়া তিন মাসের মাঝে হয়তো ঘোষিত কোয়ান্টাম কম্পিউটার দেখা যেতে পারে।

হানিওয়েল’র দাবি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের ভলিউম কমপক্ষে ৬৪ হবে, যা অন্য কোম্পানির চেয়ে দ্বিগুণ। কয়েক দশক আগে কোয়ান্টাম নিয়ে কাজ শুরু করে কোম্পানিটি। তবে এ নিয়ে কাউকে জানায়নি কোম্পানির কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন